পেঁয়াজ গুদামে মজুদ করে রেখেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী : প্রধানমন্ত্রী

0
646

পেঁয়াজের উচ্চ মূল্যের সমস্যা সাময়িক বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমদানি করা পেঁয়াজ শিগগিরই আসছে। তখন বাজার স্বাভাবিক হয়ে আসবে।’ তিনি আরো বলেন, ‘তা ছাড়া পেঁয়াজ ছাড়াও তো রান্না হয়। এ পেঁয়াজ নিয়ে এত হৈচৈ করার কী আছে?’

আজ মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আজারবাইজানের বাকুতে গত ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে অংশ নিয়ে গত রোববার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পেঁয়াজের উচ্চমূল্য নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ গুদামে মজুদ করে রেখেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তারা কতদিন গুদামে রাখতে পারে রাখুক। কিছুদিন পর কিন্তু এসব পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। তারা হয়তো এখন সরকারকে বেকায়দায় ফেলতে এবং অধিক মুনাফার আশায় পেঁয়াজ মজুদ করে রেখেছে। আমার বুঝে আসছে না- তারা কেন পেঁয়াজ গুদামজাত করে রেখেছে। তবে আমরা এলসি করেছি। শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে। বিদেশে কিন্তু পেঁয়াজের দাম আরো বেশি।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × three =