রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0
454

রূপসা প্রতিনিধি : নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ জোবায়ের, মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন। যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, তথ্য সেবা কর্মকতা সোনিয়া আক্তার, ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তানভির হাসান,

জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রুনা আক্তার, বন কর্মকর্তা মুজিবুর রহমান, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে টিআর-কাবিখা কর্মসূচির আওতায় পাঁচানি গ্রামের ফুলজান বিবির গৃহ নির্মাণের ফলক স্থাপন করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × five =