Site icon Aparadh Bichitra

শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে। এমন কোনো অপরাধ নেই যেটা শিক্ষিত লোকের মাধ্যমে ঘটছে না। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়, শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে। যে জাতি যত বেশি শিক্ষিত ও উন্নত, সে জাতির মধ্যে অপরাধ করার প্রবণতা তত কম। কিন্তু বাংলাদেশে উন্নয়নের গতি ও শিক্ষার হার বাড়লেও সামাজিক অপরাধ না কমার ব্যাপারে চিন্তিত আমরা।

আইনমন্ত্রী বলেন, সমাজে দুর্নীতি ব্যাপক বৈষম্য তৈরি করছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে। সে কারণে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শূন্যসহিষ্ণুতা নীতি বাস্তবায়ন করেছেন। এ নীতি বাস্তবায়নে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিন দেশ পরিচালনা করবে। তারাই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তাই তরুণ সমাজের মেধা বিকাশে সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।’

অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত দুই হাজারের বেশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।