সাভারে মিঠুন সরকারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

0
824

বেসরকারী টেলিভিশন ৭১ এর সাভার প্রতিনিধি মিঠুন সরকারের বিরুদ্ধে এক কিশোরকে বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন সাভারবাসী ও সাভার নিউমার্কেটর সকল ব্যবসায়ীবৃন্দ। রবিবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাভার নিউ মার্কেটের সামনে মানবন্ধনে ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন। এসময় বক্তারা বলেন, ৭১ টিভির সাভার প্রতিনিধি মিঠুন সরকার জমি দখল, চাঁদাবাজি, মারপিট, হত্যা চেষ্টা, দুর্নীতি ও যৌন হয়রানি সহ ১৪টি মামলার আসামী। সাভার প্রেস ক্লাব থেকে বহিষ্কৃত এই সাংবাদিকের গ্রেফতার করে সুষ্ঠ বিচারের দাবী জানান তারা।

গত ১৯শে অক্টোবর সাভার মডেল থানায় মিঠুন সরকারের বিরুদ্ধে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে একটি মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে না পারায় তারা ক্ষোপ প্রকাশ করেন।

এসময় তারা আরো জানান, অতিদ্রুত তাকে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসুচি পালন করবেন তারা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 13 =