রেলওয়ের ভূমি অবৈধ দখলমুক্ত করতে চিঠি দিয়েছেন পাহাড়তলীর কাউন্সিলর হিরণ

0
837

রেলওয়ে পূর্বাঞ্চলের বেদখলে থাকা শত শত একর ভূমি যেখানে প্রভাবশালীদের কাছ থেকে দখলমুক্ত করতে হিমশিম খেতে হয়। সেখানে চলমান শুদ্ধি অভিযান শুরুর আগেই নিজ ওয়ার্ড থেকে রেলওয়ের ভূমি অবৈধ দখলমুক্ত করতে চিঠি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সরকারদলীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ।

রেলওয়ে পূর্বাঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি প্রায় ৬০ ভাগ ভূমি রয়েছে এই পাহাড়তলী ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ স্থানীয় কাউন্সিলরদের বিরুদ্ধে দখলদারদের পক্ষ নেওয়ার অভিযোগ আসে। তবে পাহাড়তলীর কাউন্সিলরের সহযোগিতা করতে হবে না উনি যদি উচ্ছেদের পক্ষে থেকে চুপ থাকেন সেটাই অনেক বড় বিষয়।

এরআগে গত ৩০ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ রেলওয়ে পূর্বাঞ্চলের জিএমের কাছে একটি চিঠি দেন। এতে কাউন্সিলর হিরণ উল্লেখ করেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ পূরণে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ঘোষিত ক্লিন সিটি গ্রিন সিটি বাস্তবায়নের আমি একজন সক্রিয় অংশীদার। ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে রেলওয়ের মালিকানাধীন ভূমিতে অযাচিত ও অপরিকল্পিতভাবে অবৈধভাবে গড়ে উঠা এই ভিশন বাস্তবায়নের অন্যতম অন্তরায়। এই ওয়ার্ডের প্রায় ৬০ ভাগ ভূমির মালিক বাংলাদেশ রেলওয়ে। এতে রেলওয়ের সর্ববৃহৎ পাহাড়তলী কারখানা, রেলওয়ের একাধিক আবাসিক কলোনি, গুরুত্বপূর্ণ বিভিন্ন রেল কর্মকর্তার দপ্তর রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এসব স্থাপনা ছাড়াও এই ওয়ার্ডে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সূতিকাগার তদানীন্তন ইউরোফিয়ান ক্লাব বর্তমানে ডিইএন -১ এর দপ্তর। মাদার তেরেসা চ্যারিটেবল হোম, বধ্যভূমি, আই ইনফরমারি হাসপাতাল, ইমপেরিয়াল হাসাপাতাল, ডায়বেটিকস হাসপাতাল, বঙ্গবন্ধু হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়, চক্ষু হাসপাতাল, কিডনি ফাউন্ডেশন, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়সহ অনেক সরকারি বেসরকারি স্কুল কলেজ রয়েছে এই ওয়ার্ডে। এছাড়া আবহাওয়া অফিস, আরএনবি ট্রেনিং সেন্টারসহ অনেক গুরুত্ব স্থাপনা রয়েছে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − 1 =