Site icon Aparadh Bichitra

রাজধানীতে আজ পেঁয়াজের দাম প্রতি কেজি ২০০ ছুঁই ছুঁই

কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার। দাম তো কোনভাবে কমছেইনা উল্টো আরও বাড়ছে। রাজধানীতে আজ পেঁয়াজের দাম প্রতি কেজি ২০০ ছুঁই ছুঁই।পেঁয়াজের এমন লাগামহীন দামে ক্ষোভ ক্রেতাদের মাঝে। পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছেন সে প্রশ্ন সাধারণ মানুষের। মিয়ানমা’র থেকে ৪২ টাকা দরে পেঁয়াজ কেনার পরেও দেশে কোন অজুহাতে এত দাম সে প্রশ্নও ক্রেতাদের।

বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের।

রাজধানীতে আজ মিশর থেকে আম’দানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০থেকে ১৫০ টাকা, মিয়ানমা’রের পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ আর দেশী পেঁয়াজের দাম ১৯০ থেকে ২শ’ টাকা। বিক্রেতাদের দাবি বেশি দামে কিনতে হচ্ছে বলেই বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন তারা।

এদিকে, চট্টগ্রামে খাতুনগঞ্জ পাইকারি বাজারে মিয়ানমা’রের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। গতকালের চেয়ে যা ২০ টাকা বেশি।