রাজউকের আইনের তোয়াক্কা না করে নকশা অনুমোদনের শর্তসমুহ সুপরিকল্পিত ভাবে অমান্য

0
753

নকশা বিচ্যুতি করে ভবন নির্মাণ করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক মহাখালি জোন ৩ এর আওতাধীন মিরপুর,কালসি রোড়-২ এর,২/৯২/১-২/৯২/২নং প্লটের উপর ১০ তলা বিশিষ্ট আবাসিকভবন নির্মাণ করছেন প্রগেসিব সোসাইটি সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন বেনু। ২/৯২/১-২/৯২/২নং প্লটের উপর রাজউক থেকে আবাসিক ভাবে ১০ তলার অনুমোদন নিয়ে প্রায় ৯ তলার কাজ শেষ করেছেন ভবন মালিক মোঃ মোশারফ হোসেন বেনু।

ভবন নির্মাণের জন্য রাজউক থেকে নকশা অনংমোদনে যে ১৪টি শর্ত রয়েছে তা অমান্য করে নকশার বিচ্যুতি করে ভবন নির্মাণ করা হচ্ছে। রাজউকের শর্ত না মেনে নিজের ইচ্ছেমত ভবনের দক্ষিন পাশে ২/৩ ফিট উত্তর পশেও প্রায় ৫/৬ ফিট,পূর্ব + পশ্চিমে প্রায় ৫/৬ফিট ডেভিয়েশন করে ভবন নির্মাণ করায় ইমারত নির্মাণ আইনের সুস্পষ্ট লংঘন ও রাজউকের আইন বহির্ভূত।  রাজউকের নকশার অনুমোদনের ১৪ শর্তের মধ্যে জনসাধারনের সুবিধার্থে সেফটিনেট ব্যবহার করার কথা থাকলেও এ ভবন মালিক তা মানছেন না। রাজউকের আইনের তোয়াক্কা না করে নকশা অনুমোদনের শর্তসমুহ সুপরিকল্পিত ভাবে অমান্য করা হয়েছে। এতে ইমারত নির্মাণ আইনের স্পষ্ট ব্যত্যয় ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা। সরেজমিন অনুসন্ধানে বেড়িয়ে এসেছে এসব চাঞ্চচল্যকর তথ্য। রাজউকের নির্দেশনা মানছেন না মিরপুরের প্রগেসিব সোসাইটির সভাপতি মোঃ মোশারফ হোসেন বেনুসহ অন্যান্য প্লট মালিকরা। টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট-১৯৫৩, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট-১৯৫২ ও ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা-২০০৮ অনুসারে এ এলাকাতে ভবন নির্মাণ হচ্ছে না। দেখা যাচ্ছে, অধিকাংশ বাড়ির মালিক নকশা থাকলেও সে অনুসারে ভবন নির্মাণ না করে নকশার বিচ্যুতি করে ভবন নির্মাণ করছেন, তাদের মধ্যে অন্যতম মিরপুেরর প্রগেসিব সোসাইটি সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন বেনু। স্থানীয় এলাকাবাসীরা জানান,ডেভিয়েশন করে নকশার বিচ্যুতি করে,সেফটিনেট বিহীন ভবন নির্মাণের কারনে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে,তাছাড়া ভবন নির্মাণের সময় যে পরিমান দূরত্ব বজায় রেখে ভবন নির্মাণ করার কথা ছিল সে পরিমান জায়গা না ছেড়ে বা দুরত্ব না রেখে ভবন নির্মাণ করায় বনানীর ১৭ নং রোড়ের এফ আর টাওয়ারের মত এ ভবনে যদি কখনো কোন প্রকার দূর্ঘটনা ঘটে তাহলে এখানেও মৃত্যুর বন্যা ভয়ে যাতে পারে। কিন্তু ভবন মালিক তার বাড়ি নির্মাণ করার সময় কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করেই নিজেদের ইচ্ছেমত ভবন নির্মাণ করে যাচ্ছেন। তাই এখনি সময় এ সমস্ত ভবনের বা মালিকদের বিরুদ্ধে সরকারের বা রাজউকের আইনগত প্রদক্ষেপ গ্রহন করা।তারা আরো বলেন রাজউক বিভিন্ন এলাকায় যে ভাবে অভিযান বা মোবাইল কোট পরিচালনা করে এরকম অনেক ক্ষমতাশীলদের ভবন ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন, তাই এ এলাকাতেও অতি সত্তর সে রকম অভিযান করা উচিত । এ বিষয়ে নির্মীতব্য ভবনের মালিক প্রগেসিব সোসাইটির সভাপতি মোঃ মোশারফ হোসেন বেনু মুঠোফেনে বারবার চেষ্টা করেও কোন ফলপ্রসুতি হয়নি। তবে মালিক পক্ষের একজন প্রতিবেদকে বলেন পুরো এলাতে অনেকেই এভাবে ডেভিয়েশন করে ভবন নির্মাণ করছেন আমরাও তাদের মত করে করেছি। বাকি রাজউক দেখবেন। এ বিষয়ে রাজউক মহাখালি জোন ৩ এর দায়িত্বে নিয়জিত অথরাইজ্ড অফিসার এর মুঠোফোনে বারবার চেষ্টা করার পরও তিনি ফোন রিসিভড করেননি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × one =