ভারতের কাছে আমাদের হাত পাততে হবে না

0
824

দেশে যেখানে পিয়াজের বাজারে আগুন।ধাপে ধাপে পিয়াজের দাম বেড়েয় চলেছে। যেখানে আমাদের বন্ধু রাষ্ট ভারত আমাদেরকে পিয়াজ না দিয়ে মিয়ানমারকে পিয়াজ দিচ্ছে।যেখানে অসাধু ব্যবসায়িরা পিয়াজকে স্টক করে রেখে পিয়াজের দাম বাড়াচ্ছে।

সেখানে আমাদের দেশের হারভাঙ্গা,সোনালী ফসল ফলা কৃষক ভাইয়েরা নিয়ে এলো নতুন দেশি পিয়াজ।

কৃষক ভাইয়েরা দেখিয়ে দিলো আমরাও পারি।দেশে পিয়াজ সঠিক ভাবে চাষ করলে ভারতের কাছে আমাদের হাত পাততে হবে না। দেশের কিছু কিছু জায়গায় নতুন পেঁয়াজ চলে এসেছে। জয়পুরহাট,বগুড়া সহ আজ মানিকগঞ্জের একটি বাজারে নতুন

পিয়াজ বিক্রি করতে দেখা গেছে যার বাজার দর প্রতি কেজি ৫৫ টাকা।

কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সর্বত্র বাজারে চলে আসবে দেশীয় পেঁয়াজ। এর মাধ্যমে খুব শীঘ্রই পেঁয়াজের সঙ্কট কেটে যাবে বলেও আশা করা হচ্ছে।দেশিও পিয়াজ উতপাদনেে কৃষকভাইদের এগিয়ে আসতে হবে আরো তৎপর হতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen − two =