মসজিদের গায়ে পুরো কোরআন শরীফ খোদাই করা আছে

0
787

চিনের উইঘুর মুসলিমদের উপর সে দেশের সরকার প্রতিনিয়ত নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে। রোযা, নামায থেকে শুরু করে ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে সরকার। মসজিদ নির্মাণের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।

তবে চিনের মুসলিম ঐতিহ্য কিন্তু বেশ প্রাচীন। এমনিতেই চৈনিক সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি। এই চিনেই রয়েছে সাতশো বছরের পুরনো একটি মসজিদ। জিয়ান সিটিতে অবস্থিত এই মসজিদটির দেওয়ালে পুরো কুরআন শরিফ উৎকীর্ণ করা আছে।

মিং রাজাদের রাজত্বকালে এই মসজিদ নির্মিত হয়। ১৩৬৮ থেকে ১৬৪৪ সাল পর্যন্ত এই রাজবংশ চিনে রাজত্ব করে।

এই অপূর্ব মসজিদটি স্থাপত্যের দিক দিয়ে অতুলনীয় সুন্দর এবং ঐতিহাসিক ভাবে একে বিশ্বে একটি মাস্টার পিস হিসেবে ধরা হয়।                                                                                                                                                                                                                                                                                                                     

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × five =