হবিগঞ্জ জেলা বিআরটিএ অফিস এর দুনীতি, ঘুষ গ্রহণ ও দালালদের বিরুদ্ধে ঝটিকা অভিযান

0
573

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলা নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর নেতৃত্ব বহুল আলোচিত হবিগঞ্জ জেলা বিআরটিএ অফিস এর দুনীতি, ঘুষ গ্রহণ ও দালাল  কমকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময় পত প্এিকায় নিউজ হয়েছে কিন্তু তাহাদের বিরুদ্ধে কেউ কোন ধরনের আইন গত ব্যবস্থা নেয় নাই বর্তমানে মাননীয় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মহোদয় যোগদানের পর বিভিন্ন দুনীতি,ঘুষ ও দালালদের বিষয় নজর দিয়েছেন তাহারই ধারাবাহিক হিসাবে,গত কাল রবিবার সন্দায় তিনিএ অভিযান পরিচালনা করেনএ সময় তিন দালালকে আটক করেন পরে তাহাদেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়, আরও জানা যায় যে দীঘদিন ধরে অনিয়ম দুনীতির নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে হবিগঞ্জ বিআরটিএ অফিস দালালদের খপ্পরে পড়ে বহু সেবাপ্রাপ্তি মানুষ হচ্ছেন চরম হয়রানির শিকার সম্প্রতি বিষয়টি নজরে আসে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের।

উল্লেখিত সময়ে তিনি বিষয়টি সরেজমিনে দেখতে ঝটিকা অভিযান পরিচালনা করেন বিআরটিএ অফিসে এ সময় তিনি তিন দালালকে হাতে নাতে আটক করেন পরে আটককৃর্তদের

ভ্রাম্যমাণ আদলতে সোপদকরা হয় আদালতে বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী নাসির হোসেন শামিম আটককৃর্তদের মধ্যে দুই জনকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন দন্ডপ্রাপাতরা হল

কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার কাছনপুর গ্রামের জহুর আলী পুত্র রেজাউল হাই চৌধুরী পাজু ও নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের সুকুমার সরকারের পুত্র সুকেশ চন্দ্র সরকার এছারাও আটক নাছির উদ্দিনের কাছ থেকে দুই শত টাকা জরিমানা আদায় করে বিআরটিএর পরিদর্শক সরফুদিন আকন্দের জিম্মায় ছেড়ে দেয়া হয় ।

আমি মাননীয় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে বলব বিআরটি এর মত সদর ভুমি অফিস এবং রেকর্ড রুমএর দিকে একটু নজর দেওয়ার জন্য।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × four =