মা আশা সাহানী ঠিক কবে মারা গেছেন

0
1576

ছবিটা মুম্বাইয়ের এক কোটিপতি মহিলার মৃতদেহ।কোটিপতি NRI পুত্রের মাতা,, ১০ মাস আগে মারাগিয়েছিলেন।। ১৭ কোটি টাকার ফ্লাট থেকে মহিলার কঙ্কাল উদ্ধার করা হয়েছে।।আমেরিকার নামীদামী কম্পানীর উঁচু মানের ইঞ্জিনিয়ার”ঋতু রাজ সাহানী” জানেন না,, তাঁর মা আশা সাহানীঠিক কবে মারা গেছেন।।

তবে,,ঋতুরাজের বয়ান অনুযায়ী,, মায়ের সঙ্গে, শেষবারের মতো কথা হয়েছে,, প্রায় ১ বছর ৩ মাসআগে।।২৩ শে এপ্রিল,, ২০১৬ সালে আশা সাহানী ,,নিজেরবৃদ্ধাকালের একমাত্র সহায়,, প্রাণপ্রিয় পুত্রকে অনুরোধকরেছিলেন,, হয় আমেরিকায় নিয়ে যেতে,,নতুবা কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে।।ব্যাস্ত ইঞ্জিনিয়ার পুত্র,, সময় বের করে উঠতে পারেননি।।রবিবার সকালে,, ঋতুরাজ মুম্বাই এয়ারপোর্ট থেকে,,সোজা চলে আসেন মায়ের সঙ্গে দেখা করতে।।বহু ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে,, তিনি প্রশাসনের দ্বারস্থ হন। মুম্বাই পুলিশ এসে,, দরজাভেঙে,, এই দৃশ্য দেখে হতবাক।।৬৩ বছরের আশা দেবী,, মুম্বাইয়ের রীচ এলাকার,, এক বহুতল কমপ্লেক্সে-র দশম তলে থাকতেন।। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আত্মীয়-স্বজন,, প্রতিবেশী,,দীর্ঘদিন ধরে কেউ ব্যাপারটা বুঝতেই পারেননি,,,তিনি মারা গেছেন।।দেশের আর্থিক রাজধানী মুম্বাইয়ের অন্ধেরী এলাকারএই ঘটনা,, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েদিয়েছে,, পশ্চিমা সভ্যতা দ্রুত গ্রাস করে চলেছে,,আমাদের সমাজকে।।আশা সাহানী-র এই মৃত্যু,,আমাদের বুঝিয়ে দিয়েছে,,আমাদের সামাজিক বিবেক-বিবেচনা-বোধ-বুদ্ধি,,একেবারে তলানিতে এসে পৌঁছে গেছে।। কিছুই আরঅবশিষ্ট নেই।।আমরা,, আমাদের সন্তানদের কেরিয়ার গঠন করতেগিয়ে,,, তাদের রোবটে পরিণত করে ফেলেছি।।এখনই ভাবতে হবে,,,রোবট নয়,, আমাদের সন্তানদের আগে মানুষ হিসাবেগড়ে তুলতে হবে।।আমাদের মাথায় রাখতে হবে,, জাগতিক শিক্ষাটুকুইসব কিছু নয়,,, সামাজিক শিক্ষা ছাড়া,, সব শিক্ষাইঅসম্পূর্ণ।।নচেৎ,,,কেই বা বলতে পারে,, আপনার আমার অবস্থা,,আশা সাহানী-র মতো হবে না !!!বেচারা,,, আশা সাহানী ,,, সব রয়েছে,,,অথচ,, কিছুই নেই।।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =