অসৎ লোকদের বিরুদ্ধে ত্রিমুখী অভিযান চালাতে হবে –জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি

0
733

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন- অসৎ অফিসার, অসৎ রাজনীতিবিদ, লুটেরা দুর্নীতিবাজরা উন্নয়নের ‘ফসল খেয়ে নিচ্ছে’, তাদের বিরুদ্ধে ত্রিমুখী অভিযান চালাতে হবে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত হিলডাউন সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাসদ, জাতীয় যুবজোট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় নারীজোট, বাংলাদেশ ছাত্রলীগ নেতাদের সাথে মতবিনিময় সভা জেলা জাসদ সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল এর সভাপতিত্বে ও শহর জাসদের সভাপতি মোঃ হোসাইন মাসুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দেশ এখন ‘নতুন রাজনৈতিক পর্বে’ উন্নীত হয়েছে বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, “নতুন রাজনৈতিক পর্ব, আমাদের কর্তব্য হল বিগত ১০ বছরে যে সাফল্য অর্জন করেছি তা ধরে রাখতে হবে। সাফল্যকে টেকসই করে সুফলগুলো বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছানো হচ্ছে প্রধান রাজনৈতিক কাজ।”

জাসদ সভাপতি আরও বলেন- “সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অসৎ অফিসার, অসৎ রাজনীতিবিদ, লুটেরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলমান রাখতে হবে। দল না দেখে, মুখ না দেখে আইন প্রয়োগ করুন কঠোরভাবে। তাদের গায়ে যে জার্সি থাকুক না কেন। “উন্নয়নের পথে তারাই আমাদের বড় বাধা। এই বাধা অতিক্রম করতে না পারলে আমরা আবার পরাজিত হয়ে যাব।”

মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, দপ্তর সম্পাদক আবদুল্লা হিল কাইয়ুম, জাসদ কেন্দ্রীয় নেত্রী ছালেহা আখতার, জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম, সহ-সভাপতি আবু তাহের জ্বীন, সহ-সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,

সদর উপজেলা জাসদের সভাপতি লস্কর আলী, জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিতোষ বড়–য়া পবন, শহর জাসদ সহ-সভাপতি সাংবাদিক আমান উল্লাহ আমান, রফিক উদ্দিন, জাতীয় যুবজোট কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমু, সহ-সভাপতি নুরুল আলম সিকদার,

যুগ্ম সম্পাদক রতন দাশ, সদর উপজেলা যুবজোট সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান, উখিয়া উপজেলা যুবজোট সভাপতি একরামুল হক কন্ট্রাক্টার, রামু উপজেলা যুবজোট সভাপতি শহিদুল ইসলাম খোকন, জেলা যুবজোট নেতা মোঃ হাসান, মোঃ আজম,

মুন্নি বেগম, জাতীয় শ্রমিক জোট সভাপতি আবদু জব্বার, শ্রমিক জোট নেতা শাখাওয়াত হোসেন সবুজ, জাতীয় নারী জোট কক্সবাজার জেলা আহবায়ক রেজিয়া বেগম, সদস্য সচিব নুর কায়দা, ডলি বেগম, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহমান, শহর ছাত্রলীগের আহবায়ক কায়সার হামিদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 + 9 =