রংপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত আলোর পথে ফেরা’তে সূধী সমাবেশ অনুষ্ঠিত পেশাদার অপরাধীদের মাঝে চার্জার ভ্যানসহ বিভিন্ন সামগ্রী বিতারণ করলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনস্ এমপি

0
524

স্টাফ রিপোর্টার ঃ পেশাদার অপরাধীদের অপরাধ মূলক কর্মকান্ড থেকে ফেরাতে “আলোর পথে ফেরা”তে নামক একটি কর্মসূচি গ্রহণ করেছেন রংপুর সদর উপজেলা পরিষদ। এ কর্মসূচির আলোকে রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রংপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববির সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি। বিষেশ অতিথি বক্তব্য রাখেন, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার (পিপিএম বার), রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি, কোতয়ালী থানার ওসি সাজেদুল ইসলাম ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও রংপুর বিভাগ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সুইট এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন, সদ্যপুষ্কনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, চন্দনপাঠ ইউনিয়নের চেয়ারম্যান আমিনার রহমান।

এ সময় হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩টি ষ্টিল আলমারী, ৭৯টি সিলিং ফ্যান, জ্যামিতি বক্স, ১৩টি প্রতিবন্ধীদের হুইল এবং ১৩টি চার্জার ভ্যান পেশাদার অপরাধীদের মাঝে বিতরণ করা হয়।

সমাবেশে হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী, সদর উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহসকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =