রৌমারীতে ১০টি কেন্দ্রে প্রথম দিনের সমাপনী পরীক্ষা সমাপ্ত

0
380

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১০টি কেন্দ্রে এবার ৪ হাজার ৪’শ ৪৯ জন শিক্ষার্থী পিইসি সমাপনী পরীক্ষায় অংশ নেয়। ১৭ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায়  এ পরীক্ষা শেষ হয়। সংশ্লিষ্ট অফিস সুত্রে জানা গেছে, এবার পিইসি সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, কিন্ডার গার্ডেন, নন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, আনন্দ স্কুল (রস্ক) ও বিভিন্ন এনজিও সমুহের প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৪’শ ৪৯ জন শিক্ষার্থী। পরীক্ষা শুরুতেই পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রৌমারী সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্রগুলি পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমুল ইসলাম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে স্বচ্চতার সহিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি শান্তিপুর্ণ ভাবে পরবর্তী পরীক্ষাগুলোও সম্পন্ন হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + sixteen =