Site icon Aparadh Bichitra

রৌমারী বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু আটক করা হয়

রৌমারী কুিড়গ্রাম প্রতিনিধিঃ জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আওতাধীন বিজিবি’র বিওপি সমূহ বিশেষ করে সাহেবের আলগা, দাঁতভাঙ্গা, গয়তাপাড়া, মোল্লারচর বিওপি কর্তৃক গত দুই মাসে (অক্টোবর এবং নভেম্বর ২০১৯) বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু প্রবেশকালে আনুমানিক ৪৭,৯০,০০০ টাকা মূল্যের ১৮০টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুগুলি রৌমারী শুল্ক অফিসে জমা করা হয়েছে।

সীমান্তে মাদক, গবাদিপশু এবং সকল ধরণের চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠায় সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।