কারসাজিটা যাতে বন্ধ হয় সে ব্যাপারে সরকারও কঠোর অবস্থানে আছে

0
495

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজির সঙ্গে জড়িত‌দের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

তিনি বলেন, ‘মার্কেট কন্ট্রোল করা দরকার। অসাধু ব্যবসায়ীরাও আছে, তারাও কারসাজি করে। সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য এবং কারসাজিটা যাতে বন্ধ হয় সে ব্যাপারে সরকারও কঠোর অবস্থানে আছে।’

ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অস্বাভাবিক পরিস্থিতি, কৃত্রিম সংকট সৃষ্টি করলে সেটার মোকাবিলায় তো সরকারকে কঠোর হতেই হবে।

পেঁয়াজের এই পরিস্থিতি কতদিন চলবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় বেশিদিন চলবে না। স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থা স্বাভাবিক হতে হয়তো কিছু সময় লাগবে। এটা ঠিক হয়ে যাবে। সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’

সব ধরনের সবজি ও পণ্যের দামও ঊর্ধ্বমুখী- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে এমন অবস্থা হয়। কতগুলো কারণ আছে, কিছু গুজব ছড়িয়ে সংকট সৃষ্টি করা হয়। আমাদের দেশে এটি চলে। তাছাড়া এখানে কথায় কথায় পরিবহন ধর্মঘট এ কারণেও সরবরাহ লাইনটি দুর্বল হয়ে যায়। আমার মনে হয় আস্তে আস্তে শীত আসছে, শাক-সবজির বাজারেও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

আরও পড়ুন: ল্যারি ও ব্রিন যুগের সমাপ্তি অ্যালফাবেটে, নতুন সিইও পিচাই

ক্যাসিনো অভিযানের মধ্য দিয়ে দুর্নীতিবিরোধী অভিযান থেমে গেছে কিনা এমন প্রশ্নের পরে তিনি বলেন, কে বলেছে থেমে গেছে? এখনো ব্যাংক হিসাব তলব, দুদকের মামলা দেওয়া, চার্জশিট দেওয়াসহ সব প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো অনুসন্ধান চলছে অভিযানের সার্বিক প্রক্রিয়া চলমান রয়েছে, সময় মত আরও দেখতে পাবেন।বাসস

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × five =