পুলিশের বুদ্ধিমত্তায় অপহরণের হাত থেকে রক্ষা পেল এক শিশু

0
471

রাজধানীতে ট্রাফিক পুলিশের বুদ্ধিমত্তায় অপহরণের হাত থেকে রক্ষা পেল এক শিশু। ঘটনাটি ঘটে সোমবার সেমাবার (২ ডিসেম্বর) রাতে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের (কোতোয়ালি ট্রাফিক জোন) টিআই (ট্রাফিক পরিদর্শক) মো. রফিকুল ইসলাম প্রতিদিনের মতো গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেনসন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি এক মহিলার চিৎকার শুনতে পানতিনি আশপাশ এলাকায় শিশুটিকে খুঁজছিলেনএসময় তিনি দেখতে পান এক শিশুসহ একজন ব্যক্তি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছেনতিনি তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় দেলোয়ারকে (২৮) গ্রেফতার করেনপরবর্তী সময়ে তিনি জানতে পারেন, আকাশ (৭) নামের ওই শিশুটি তার মায়ের সঙ্গে বংশাল মোড়ে বাজার করতে এসেছিলআকাশ ঠিকমতো কথা বলতে পারে নাঅপহরণকারী দেলোয়ার কৌশলে সেখান থেকে তাকে নিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেনপরবর্তীতে ট্রাফিক পুলিশ কর্মকর্তা আকাশকে তার মায়ের কাছে বুঝিয়ে দেন এবং গ্রেফতার দেলোয়ারকে বংশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন

বংশাল থা’নার উপপরিদর্শক প্রতাপ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের এখানে দেলোয়ার নামে একজনকে সোপর্দ করা হয়েছেতার বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে

প্রসঙ্গত, এর আগেও ২০১৫ রফিকুল ইসলাম একটি অপহরণকারী দলকে আটক করে খবরের শিরোনাম হনরফিকুল তখন বাসাবো এলাকায় ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেনট্রাফিক বিভাগে বরাবরই সাহসী হিসেবে পরিচিতকেননা ২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় বিষ্ফোরণ ঘটানোর পূর্ব মুহূর্তে এক বোমা নিক্ষেপকারীকে আটক করেনবিষয়ে সে সময় খিলগাঁও থানায় মামলা হয়েছিল

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 + six =