সম্পদের দিক থেকে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে ইসলামী ব্যাংকে

0
731

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের তুলনায় দেশের তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের সম্পদ বেড়েছে। আর একেবারে কম সম্পদ রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের। চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।

দেশের ব্যাংকিং খাতের নানাবিধ সংকটের মধ্যেও এভাবে সম্পদ বাড়াকে ভালো লক্ষণ বলে অভিহিত করেছেন অর্থনীতিবিদরা।

নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জে পাঠানো প্রতি তিন মাস অন্তরের আর্থিক প্রতিবেদনে ব্যাংকগুলোর সম্পদের হিসাব উঠে এসেছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিক শেষে দেখা গেছে, বছরে প্রথম ছয় মাসে দেশের ৩০টি ব্যাংকের সম্পদ বেড়েছে।

ব্যাংকগুলোর পাঠানো তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের এখন মোট সম্পদের পরিমাণ এক লাখ পাঁচ হাজার ৯৩৬ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ৯৯ হাজার ৭৯৫ কোটি ৯৩ লাখ তিন হাজার টাকা। গত ছয় মাসে ব্যাংকটির ছয় হাজার ১৪০ কোটি ৭০ লাখ ৭৭ হাজার টাকা সম্পদ বেড়েছে।

সম্পদের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক। ২০১৮ সালের ডিসেম্বর শেষে তাদের সম্পদের পরিমাণ ছিল ৪১ হাজার ২২ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার টাকা। ছয় মাস পরে তাদের সম্পদ তিন হাজার ৪৪৮ কোটি এক লাখ ৫১ হাজার টাকা বেড়ে ৪৪ হাজার ৩৭০ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকায় দাঁড়িয়েছে।

গত ছয় মাসে তিন হাজার ১৫৫ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকা মুনাফা করে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ৪০ হাজার ২৯৬ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকা। বর্তমানে এর সম্পদের পরিমাণ ৪৩ হাজার ৪৫১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে ৪০ হাজার কোটি টাকার ওপরে সম্পদ রয়েছে সাউথইস্ট ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। ব্যাংক দুটোর সম্পদ যথাক্রমে ৪১ হাজার ১৮০ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ও ৪০ হাজার ২৪২ কোটি ৬০ লাখ ২৮ হাজার টাকা।

তালিকার একদম নিচে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। লোকসানে নিমজ্জিত এই প্রতিষ্ঠানটির সম্পদও চলতি বছরের ছয় মাসে আগের চেয়ে বেড়েছে। ২০১৮ সালের ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির সম্পদ ছিল এক হাজার ১৪২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকা। বর্তমানে এ ব্যাংকের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৬৩ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − four =