গরীব থেকে মানুষ আরো গরীব হয়ে যাচ্ছে : কাদের

0
568

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, একই হারে দেশে গরীব মানুষের সংখ্যা কমছে না। গরীব থেকে মানুষ আরো গরীব হয়ে যাচ্ছে, তাই বাড়ছে সমাজে বৈষম্য।

বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় হকার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পাটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আজকে যারা গরীব তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসে। তাদের সন্তানরা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। জাতীয় পার্টি সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে। তিনি বলেন সমাজে বৈষম্য আছে বলেই সমাজে বেশি গরীব আর বেশি ধনী মানুষের সংখ্যা বাড়ছে।

জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টি হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের রাজনীতি করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সারা জীবন মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন।

তিনি বলেন, রাজধানীর প্রতিটি ঘরেই গৃহ পরিচারক আছে। আমরা তাদেরও সংগঠিত করতে চাই। বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম সহ আরো অনেকে  ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 − six =