সিএনজি অটোরিক্সায় রাখতে হবে চালক-মালিক ও গাড়ির তথ্য সম্বলিত কার্ড

0
539

চট্টগ্রাম  নগরীতে সিএনজির ভিতরে যাত্রীর সামনেই রাখতে হবে চালক ও মালিকের পরিচিতিসহ গাড়ির বিভিন্ন তথ্য সম্বলিত কার্ড। যাত্রী, চালক আর সিএনজির নিরাপত্তার স্বার্থে চালু করা হয়েছে নতুন এই কার্যক্রম।

এতে যেকোন অপ্রীতিকর পরিস্থিতিতে যাত্রীরা সহজে ড্রাইভার ও মালিকের পরিচয় নিশ্চিত করতে পারবে।

ডি‌সেম্ব‌রের ম‌ধ্যে এ নিয়ম পুরোপুরি বাস্তবায়ন কর‌বে সিএমপি’র ট্রা‌ফিক বিভাগ।

পাশাপাশি অন্যান্য গণপরিবহনেও শীঘ্রই  বাস্তবায়ন করা হবে এ নিয়ম ।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ আজ রোববার (৮ ডিসেম্বর) এই কার্যক্রমের সূচনা করেন।

সিএমপি’র ট্রাফিক (বন্দর) বিভাগের টিআই (প্রশাসন) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নে অতিরিক্ত কমিশনার ( ট্রাফিক) মোস্তাক আহমেদের উদ্যোগ গুলো অনন্য ও ব্যতিক্রমী বলে মন্তব্য করেছেন বিভিন্ন মহল।

তবে কেউ কেউ বলছেন, এ নিয়ম আগেও চালু করা হয়েছিল। ছিল প্রায় ১৪ হাজার সিএনজি অটোরিক্সার ডাটা বেইজ। ট্রাফিক বিভাগের কিছু অসাধু কর্মকর্তার স্বার্থ চরিতার্থ করার জন্য তা ধ্বংস করে ফেলা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − eight =