২২০ টাকার পণ্য ২৪০ টাকা রাখায় দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা

0
601

সর্বোচ্চ খুচরা মূল্য (এমারপি) লেখা ২২০ টাকার পণ্য ২৪০ টাকা রাখায় এক দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙার হাটে ২ ডিসেম্বর এই ঘটনা ঘটেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জনমত ডটকমকে জানান, একজন ভোক্তা মেসার্স মহিদুল ট্রেডার্স থেকে মাছের জন্য ‘oxy flow’ নামের মোড়কজাত ডিভাইস কেনেন। মোড়কের গায়ে খুচরা মূল্য ২২০ টাকা ছিল। কিন্তু, বিক্রেতা তার কাছ থেকে ২৪০ টাকা রেখেছেন, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারা অনুযায়ী অপরাধ। লিখিত অভিযোগ আমলে নিয়ে সোমবার (৯ ডিসেম্বর) ভাঙার হাটের মেসার্স মহিদুল ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =