সাভারে ৫ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ২৩ লাখ

0
604

কামরুল হাসান রুবেলঃঢাকার নিকটবর্তী সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় এতিম খানা, হাসপাতাল, স্কুল, কলেজ ও কৃষি জমির পাশে এবং নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।  বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা শাখার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।  এসময় এসব ভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম বলেন, সারা দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে সাভারে নামা গেন্ডা পাঁচটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় ইট ভাটা গুলোকে সর্বমোট ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসব ইটভাটা যেন পরবর্তীতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করতে না পারে এজন্য সেগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

এছাড়া আমাদের পরিবেশ অধিদপ্তরের মনিটরিং টিম রয়েছে তারা নিয়মিত ইটভাটা গুলো পরিদর্শন করবেন। তাদের পরিদর্শনের সময় কোনো ইটভাটার বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. শরিফুল আলম, মাহাবুবুর রহমান, উপ-পরিচালক শাহেদা বেগম, পরিদর্শক জেসমিন আক্তার প্রমুখ। 

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নিরাপত্তার জন্য র‌্যাব ও পুলিশের বিপুল সংখক সদস্য মোতায়েন ছিল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + nineteen =