রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার

0
473

মানব পাচারকারী ও অপহরণ চক্রের অন্যতম আসামি জসিম ফকিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম বিভাগের টিএইচবি ইউনিট। গ্রেপ্তার আরেক ব্যক্তি হলেন মো. মাহবুব হোসেন।

গতকাল শনিবার রাতে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজবাড়ী জেলার কালুখালী থানায় দায়ের করা এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে সিআইডির এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ইরাকে অবস্থানরত তাদের সহযোগীদের পরস্পর যোগসাজশে ইরাকে দুজনকে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটক রেখেছিলেন। এরপর তারা বাংলাদেশে থাকা তাদের স্বজনদের মোবাইল ফোনে জানান যে, বিকাশে পাঁচ লাখ টাকা না পাঠালে ওই দুজনকে মেরে ফেলা হবে। তখন অপহৃতের স্বজনেরা আসামিদের দেওয়া ৯টি বিকাশ নম্বরে মোট চার লাখ পাঠান।

সিআইডি জানায়, অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ইরাকের বাগদাদ এনসিবিকে চিঠি পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা শেষে সিএমএম আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে সিআইডি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + twenty =