সাভারে ফের অবৈধ উচ্ছেদ অভিযান

0
465

কামরুল হাসান রুবেলঃ  ঢাকার নিকটবর্তী সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সওজের  জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা  প্রায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদফতরের  কর্মকর্তারা।এসময় বানিজ্যিক ভবনসহ  ছোট-বড়  একাধীক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও যুগ্মসচিব মাহবুবর রহমান ফারুকী নেতৃত্বে এ অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবর রহমান ফারুকী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানে শেষ পর্যন্ত আমিনবাজার থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ডের উভয় পাশে অভিযান চালানো হয়।

এতে সড়কের উভয় পাশে গড়ে ওঠা  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

এর আগে ২৫ ও ২৬ নভেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ অধিদফতরের  কর্মকর্তারা । এসময় কয়েক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিলো ।

উচ্ছেদ অভিযানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায় ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + 20 =