ট্রলার থেকে বস্তা ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ

0
648

ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে বস্তা ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিসের বাজার মুল্য অনুমানিক পাঁচ কোটি টাকা। বৃহস্পতিবার সকালে ভোলা সদরের খেয়াঘাটে অবস্থিত কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দক্ষিণ জোনের কামান্ডারের পক্ষে লে. ওয়াসিম আকিল জাকির।

তিনি আরো জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার চরফ্যাসন উপজেলার চর মানিকা এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় ট্রলারটিকে ধাওয়া করলে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলারটিকে রেখে মাঝি ও ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ৩৪৫ টি বোস্তা ভর্তি ২৫ হাজার পিচ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ টাকা।

আইনিপ্রক্রিয়া শেষে জব্দকৃত শাড়ি বৃহস্পতিবার সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 7 =