Site icon Aparadh Bichitra

সারাকা দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে মানববন্ধন

২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের উদ্যোগে সারাকা দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়কারী শ্রমিক নেতা আবুল হোসাইন। বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সদস্য সচিব শ্রমিক নেতা শফিকুল ইসলাম, লাভলী ইয়াসমিন, গোলাম কাদির, তপন সাহা, শামীমা সুলতানা, তাসলিমা, রবেল প্রমুখ।

সংহতি বক্তব্য রাখেন, কৃষক নেতা জায়েদ ইকবাল খান ও শ্রমিক নেতা মোঃ বাহারানে সুলতান বাহার। বক্তরা বলেন, ১৯৯০ সালের ২৭ ডিসেম্বর সারাকা গার্মেন্টসের অগ্নিকান্ডের দায়ী ব্যক্তিদের যদি শাস্তি নিশ্চিত করা যেত, তাহলে পরবর্তীতে তাজরিন, রানা প্লাজা, স্মার্ট,

গরীব এন্ড গরীবসহ অন্যান্য কারখানায় দুর্ঘটনা ঘটতো না এবং হাজার হাজার শ্রমিক হতাহত হতো না। বক্তারা শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্র সৃষ্টির জন্য সকল শিল্পে অগ্নিকান্ডের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।