কাশেম সোলাইমানির জানাজায় অংশ নিতে যাচ্ছেন শত শত ইরানি

0
791

ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে তার নিজ প্রদেশ কেরমানে দাফন করা হবে। নিজের কবরস্থান কোথায় হবে তা আগেই বলে গেছেন তিনি।

আজ শনিবার বিকেলে সোলাইমানিসহ পাঁচজনের লাশ ইরানে পৌঁছার কথা রয়েছে। এরপর লাশ মাশহাদে ইমাম রেজা (আ.)’র মাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তাকে দাফন করা হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি নিজে জানাজা পড়াবেন বলে একটি সূত্র জানিয়েছে।

বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, ইরাকি জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেনারেল সোলাইমানিসহ পাঁচজনের লাশ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন।

শুক্রবার সকালের মার্কিন ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইআরজিসি’র কমান্ডার সুলাইমানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচজন ইরাকি রয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 1 =