Site icon Aparadh Bichitra

রৌমারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মাজহারুল ইসলাম, রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি,: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর এ উপলক্ষে (শনিবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জনাব. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান স্বাগত বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, বীরমুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, সহকারি পুলিশ সুপার (রৌমারী) মাহফুজার রহমান, ডা.  মোমিনুল ইসলাম ইউএইচএ, বঙ্গবন্ধু পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ লাল, উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশিদ, সাংবাদিকবৃন্দরাসহ আরোও অনেকেই।

স্বাধীনতা সংগ্রামে পাকহানাদার বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবিদের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশ যখন নয় মাস যুদ্ধের পর বিজয়ের পদধ্বনি উঠে, ঠিক সেই সময় বাঙ্গালী জাতিকে মেধা শুন্য করার জন্য একটি স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের যোগসাজসে ১ হাজার ১১১ জন বুদ্ধিজীবিকে নির্মম ভাবে হত্যা করা হয়। আলোচনা সভা শেষে বলেন, সন্ধায় শহীদ মিনার চত্বরে মোম বাতি জ্বালিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হবে।