Site icon Aparadh Bichitra

জায়গা দখলের চেষ্টার অভিযোগে পাঁচ যুবলীগ নেতা জেল হাজতে

জালিয়াতির মাধ্যমে আমমোক্তারনামা তৈরির অভিযোগে দায়েরকৃত মামলায় মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়কসহ যুবলীগের পাঁচ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

সোমবার সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মিজানুর রহমান ভূইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া যুবলীগের পাঁচ নেতা হলেন, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবীর, জামাল উদ্দিন, শামীম আহমদ ও বাবলা কুমার দাস।

আদালত সূত্রে জানা গেছে, সিলেট শহরতলীর খাদিমনগরে ভূয়া আমমোক্তারনামা তৈরি করে জায়গা দখলের চেষ্টার অভিযোগে গৌছ উদ্দিন রিপন বাদি হয়ে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান মহানগর যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবিরসহ পাঁচজন। আদালতের বিচারক মিজানুর রহমান ভুইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।