পুরো কুরআন মুখস্থ করল মানসিক প্রতিবন্ধি আব্দুল্লাহ

0
605

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা চেষ্টা করেও কুরআন মুখস্ত করতে পারে না। কিন্তু আল্লাহর একান্ত মেহেরবানীতে মানসিক প্রতিবন্ধি মোহাম্মদ আব্দুল্লাহ আল-কারনি পুরো পবিত্র কুরআন মুখস্ত করেছেন। ৩১ বছর বয়সের যুবক আল-কারনি মানসিক প্রতিবন্ধি। মানসিক ভাবে অক্ষম ব্যক্তি। অসুস্থ হওয়া সত্ত্বেও পুরো কুরআন মুখস্ত করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে তার পরিবার জানতে পারে যে, মোহাম্মাদ আব্দুল্লাহ আল-কারনি লিখতে ও পড়তে পারবে না। এ কারণে তাকে স্কুলেই ভর্তি করানো হয়নি। হাসপাতলেই কেটেছে তার জীবনের অধিকাংশ সময় কেটেছে।

কোনো মাদ্রাসায় ভর্তি না হয়েই প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষমতা ছাড়াই হৃদয় দিয়ে পুরো মুখস্ত করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। মোহাম্মাদ আব্দুল্লাহ আল-কারনি শুধু মানসিক অসুস্থই নয়, বরং তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গেও রয়েছে অসঙ্গতি।

তার ভাই মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ‘কারনি শারীরিক স’ম’স্যা নিয়ে এভাবেই জন্ম গ্রহণ করে। জন্মের পর তার একটি মু’ত্র’না’লী নষ্ট হয়ে গেছে। একটি মাত্র পেলভিস নিয়ে সে বেঁচে আছে। এখনও সে রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মানসিক অসুস্থ মোহাম্মাদ আব্দুল্লাহ আল-কারনি যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই পবিত্র কুরআন মুখস্ত করতে সক্ষম। তাই মানসিক অসুস্থ সব সন্তানকে কুরআনের শিক্ষা দেয়ার চেষ্টা করা যেতে পারে।

আল্লাহ তাআলা কুরআনের প্রভাবে মানসিক ও শারীরিক অসুস্থ ব্যক্তিকে সুস্থও করে দিতে পারেন। আল্লাহ তাআলা মোহাম্মদ আব্দুল্লাহ আল-কারনিকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 + 15 =