লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

0
578

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ পালন করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সোনার বাংলায় মুজিব বর্ষে  সমাজকল্যাণ এগিয়ে চলে’। বৃহঃবার (০২ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কর্যালয় হতে এক র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে(পুরাতন) গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চোরম্যান অ্যাড. মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম,সিভিল সার্জন ডা. কাসেম আলী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর সমাজসেবা কর্মকর্তা নূর-ই-জান্নাত। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − two =