বিমান হামালায় ২৮ শিক্ষার্থী নিহত

0
558

লিবিয়ায় বেসামরিক স্কুলে বিমান হামলায় ২৮ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দেশটির রাজধানী ত্রিপোলিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যের সরকারের (জিএনএ) স্বাস্থ্য মন্ত্রাণালয়ের মুখপাত্র আমিন আল- হাশেমি। আমিন আল-হাশেমি বলেছেন, ‘ত্রিপোলির সামরিক বিদ্যালয়ে বিমান হামলায় ২৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত রয়েছেন আরও অনেক শিক্ষার্থী। তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা বিদ্যালয়ে কক্ষে প্রবেশের আগে স্কুল প্রঙ্গনে প্যারেডে অংশ নিলে

এ সময় তাদের উপর এ হামলা চালানো হয় বলেও জানান তিনি ।

এএফপি জানায়, লিবিয়ার রাজধানী ত্রিপোলির আল-হাদবা আল-খাদরা আবাসিক এলাকায় এই মিলিটারি একাডেমি অবস্থিত।

আহতদের রক্ত দিতে ডোনার এবং ব্লাড ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

খলিফা হাফতার বাহিনী জিএনএ নিয়ন্ত্রিত ত্রিপোলি দখল করতে হামলা শুরু করলে গত এপ্রিল থেকে সেখানকার দক্ষিণাঞ্চলে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর হামলার মধ্যদিয়ে ২০১১ সালে লিবীয় নেতা মুয়াম্মর গাদ্দফিকে ক্ষমতাচ্যুত ও হত্যার পর থেক দেশটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। দেশটিতে জাতিসংঘ সমর্থিত জিএনএ সরকার এবং পূর্বাঞ্চলে আরেকটি সরকার বিরোধী গোষ্ঠি রয়েছে।

সর্বশেষ এই হামলার জন্য হাফতার বাহিনীকে দায়ী করেছে জিএনএ সরকার। তবে এখনো হামলার দায় স্বীকর করেনি হাফতার বাহিনী।

জতিসংঘ জানায়, হাফতার বাহিনী রাজধানী ত্রিপোলি দখলের অভিযান শুরু করলে ২৮০ বেসামরিক নাগরিক এবং ২০০০ যোদ্ধা নিহত হন। বাস্তুচ্যুত হন প্রায় দেড় লাখ মানুষ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen + 13 =