কাজিপুরে শহিদ এম মনসুর আলীর জন্মদিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

0
519

মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে  জাতীয় চার নেতার অন্যতম, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর শহিদ এম মনসুর আলীর ১০৩তম জন্মদিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথকভাবে দুপুরে উপজেলা আ.লীগ ও উপজেলা প্রশাসন শহিদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর  সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা অনুষ্ঠানে শহিদ এম এম মনসুর আলীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন, সাবেক মেয়র জিএম তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান. উপজেলা সমাজসেবা অফিসার আলাউদ্দিন, কৃষি অফিসার রেজাউল করিম, মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, থানা অফিসার ইনচার্জ একে,এম লুৎফর রহমান, সাংবাদিক শাহজাহান আলী, আবদুল জলিল, হুমায়ুন কবীর প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিল। পরে শহিদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলু রহমান রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক সায়েম সরকার, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ পৃথকভাবে কেক কেটে দিনটি উদ্যাপন করেন। অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম এর নেতৃত্বে জন্মদিবসটি পালন করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =