Site icon Aparadh Bichitra

গাড়ি চালানোর সময় সিগারেট টানলেই ১১ হাজার ডলার জরিমানা

রাস্তায় গাড়ি চালানোর সময় সিগারেট জানালা দিয়ে বের করে রাখলে ১১ হাজার ডলার জরিমানার বিধান করা হয়েছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকার এই আইন করেছে। চালক থেকে শুরু করে যাত্রীদের কেউ এভাবে জ্বলন্ত সিগারেট বাইরে বের করে রাখলে জরিমানা গুনতে হবে। জানা যায়, আজ শুক্রবার থেকে সেই আইন চালু হওয়ার কথা।

সেই আইনে গাড়ি চালকদের সর্বনিম্ন জরিমানা পাঁচ ডি-মেরিট পয়েন্ট যোগ হতে পারে। অবশ্য পরিস্থিতি বিবেচনা করে ডি-মেরিট দ্বিগুণও হতে পারে।

আর সর্বোচ্চ ১১ হাজার ডলার পর্যন্ত জরিমানা করার আইন রয়েছে। এমনকি তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিলও করা হতে পারে।

এদিকে দাবানলের জেরে বহু ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় সিগারেটের ব্যাপারে কঠোর হলো অস্ট্রেলিয়া সরকার। নিউ সাউথ ওয়েলসে কেউ রাস্তা বা রাস্তার পাশে সিগারেটের টুকরো ফেললে ৬৬০ ডলার জরিমানা গুনতে হবে। জরিমানা দ্বিগুণও হতে পারে।