Site icon Aparadh Bichitra

কুদস ফোর্সের প্রধান হিসেবে কায়ানিকে নিয়োগ দেন আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের প্রভাবশালী ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের দায়িত্ব নিয়েছেন ইসমাইল কায়ানি। সোমবার (২০ জানুয়ারি) এক পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে নিজের দায়িত্ব বুঝে নেন তিনি।ইসমাইল কায়ানি ১৯৮০-৮৮ পর্যন্ত ইরাক-ইরান যুদ্ধের অন্যতম আইআরজিসি কমান্ডার ছিলেন কুদস বাহিনীর নতুন প্রধান। ১৯৫০ সালে ইরানের মাশহাদ শহরে জন্ম কায়ানির। ১৯৮০ সালে আইআরজিসিতে যোগ দেন তিনি।

ইরাক-ইরান যুদ্ধের পর আইআরজিসি’র স্থল বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ পান।কাসেম সোলাইমানিকে হত্যার পর কুদস ফোর্সের প্রধান হিসেবে জেনারেল ইসমাইল কায়ানিকে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এ সময় জেনারেল ইসমাইল কায়ানি বলেন, যুক্তরাষ্ট্র সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে আঘাত করেছে, কিন্তু আল্লাহর দয়ায় এবং সারা বিশ্বের যেসব মুক্তিকামী মানুষ তার রক্তের বদলা চায়। তাদের মাধ্যমে আমরা শত্রুদের পুরুষোচিতভাবে পাল্টা আঘাত করবো।

গত ৮ জানুয়ারি ইরাকের মার্কিন সেনা অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে সোলাইমানি হত্যার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রাথমিকভাবে ওই হামলায় কোনও মার্কিন সেনা হতাহত না হওয়ার দাবি করার কয়েকদিন পর ১১ সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে তারা।