Site icon Aparadh Bichitra

বিজিবি’র দাঁতভাংগা বিওপি’র অভিযানে ০২ জন পাচারকারীসহ ০১টি ভারতীয় গরু আটক

মাজহারুল ইসলাম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২১ জানুয়ারি ২০২০ তারিখ রাত আনুমানিক ০২০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন দাঁতভাংগা বিওপির সুবেদার মোঃ জয়েন উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫৫/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেতারচর এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ভারতীয় গরু,  ০১টি হাসুয়া এবং ০২টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য ৪৩,৮০০/- টাকা।

আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ (১) মোঃ আব্দুল হাই সবুজ (৩২), পিতা-মৃত তফের আলী, গ্রাম-ধর্মপুর (২) মোঃ মোকছেদুল হাসান (২৩), পিতা-আজিউর রহমান, গ্রাম-কাউনিয়ারচর, উভয়ের পোষ্ট-দাতভাংগা, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রৌমারী থানায় মামলা রুজুর মাধ্যমে পুলিশের নিকট সোপর্দ করা হচ্ছে।