ধ্বংস ও মৃত্যু ছাড়া কিছুই পাইনি – সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
556

ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি আয়োজিত এক অধিবেশনে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন ইরানের প্রতি সাহায্যের হাত বাড়িয়েও ধ্বংস ও মৃত্যু ছাড়া কিছুই পাওয়া যায়নি। এসময় ইরানকে বিশ্বের সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করেন তিনি। আদেল আল-জুবায়ের বলেন, ‘সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হওয়ায় ইরানের সঙ্গে সৌদি আরবের বনিবনা হয় না।

১৯৭৯ সাল থেকেই ইরানের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল সৌদি আরব। কিন্তু ধ্বংস ও মৃত্যু ছাড়া কিছুই পাইনি।’ ইরান যাতে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়, তাই দেশটির বিরুদ্ধে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।

এদিকে ইরান, ইরাক ও লেবাননের বিক্ষোভের কথা উল্লেখ করে আল-জুবায়ের বলেন, ‘অভ্যন্তরীণ ও আঞ্চলিকভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান সরকার। বর্তমানে ইরান আত্মরক্ষামূলক কৌশলের মধ্যে রয়েছে। নিজ দেশে তারা বিক্ষোভের মুখোমুখি। ইরানের প্রভাবের বিরুদ্ধে ইরাকে শিয়া বিক্ষোভ হচ্ছে।’ লেবাননেও ইরান সমর্থিত হিজবুল্লাহ বিরোধী বিক্ষোভ চলছে বলে দাবি করেন সৌদি আরবের এ মন্ত্রী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − eleven =