ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ওয়ারী উপশাখা উদ্বোধন

0
643

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ওয়ারী উপশাখা ২২ জানুয়ারি ২০২০, বুধবার রাজধানীর ওয়ারীর ফোল্ডিং স্ট্রিটে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসেইন  এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মতিঝিল শাখাপ্রধান মো. মতিউর রহমান ও ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান।

গ্রাহক ও সূধীদের পক্ষে বক্তব্য দেন ব্যবসায়ী বিশ্বজিত রায়, মো. আশফাক আহমেদ ও নূর মোহাম্মদ এবং শিক্ষাবিদ মো. মনোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়ারী উপশাখার ইনচার্জ ইখতিয়ার মোহাম্মদ সায়েম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক সরকারের অন্তর্ভূক্তিমূলক আর্থিক কার্যক্রমের সাথে মিল রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

ব্যাংক উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাম ও শহরের প্রতিটি মানুষের কাছে ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ উন্নত সেবা পৌঁছানোর জন্য কাজ করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের সঞ্চয়ের নিরাপদ আমানতদার। শরীআহ নীতিমালার ভিত্তিতে পরিচালিত এই ব্যাংকের সেবা গ্রহনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + 16 =