সম্মেলন সফল করতে জাসদের মশাল মিছিল

0
628

সংবাদ বিজ্ঞপ্তিঃ জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনু এমপির কক্সবাজার আগমন ও ২৬ জানুয়ারী রবিবার বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাসদ কক্সবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে জেলা জাসদের উদ্যোগে ২৫ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার শহরে এক মশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মশাল মিছিলোত্তর সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, সহ-সভাপতি অলক ভট্টাচার্য, শহর জাসদ সভাপতি মোঃ হোসাইন মাসু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক ফরিদুল আলম, জাসদ নেতা মোঃ জাকারিয়া, লস্কর আলী, শহর জাসদ সাধারণ সম্পাদক নুর আহমদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিতোষ বড়–য়া, শিক্ষা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম অদুদ, মহেশখালী উপজেলা জাসদের আহবায়ক আশরাফুল করিম সিকদার নোমান, জাসদ নেতা প্রবাল পাল, বিল্পব বড়–য়া, শহর জাসদ নেতা রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, জাতীয় যুবজোট সভাপতি অজিত কুমার দাশ হিমু, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ-সভাপতি জাকের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হক কন্ট্রাক্টর, শহর যুবজোট নেতা মোঃ করিম, জহিরুল আলম, মোঃ আনোয়ার, মোঃ ফেরদৌস, রতন দে, শ্রমিক জোট সভাপতি আবদুল জব্বার কার্যকরী সভাপতি প্রদীপ দাশ, সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, শ্রমিক নেতা মোঃ কাইছার হামিদ, শাখাওয়াত হোসেন সবুজ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহমান, মোঃ শফি, মামুন, ওমর ফয়সাল, শায়ের, আবদুর রশিদ, মনির, মিজান, সোহেল, হাসান, গফুর, আবুল হাশেম প্রমুখ।

প্রসঙ্গত, জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল তথ্যমন্ত্রী ও বর্তমান তথ্যমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি হিসাবে থাকবেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু এবং বক্তব্য রাখবেন- জেলা জাসদ, জাতীয় যুবজোট, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 8 =