জমিদার বাড়ি দেখতে হলে যেতে হবে মাগুরা জেলার শালিখা উপজেলায়

0
853

মুঘল আমলের প্রথমার্ধে নির্মিত জমিদার বাড়ি দেখতে হলে যেতে হবে মাগুরা জেলার শালিখা উপজেলায়।যদিও শালিখায় যেতে হবে না,  আড়পাড়া বাজার গিয়ে ওখান থেকে নসিমন বা গ্রামবাংলায় তালখড়ি ইউনিয়নে। এখানে ছান্দড়া গ্রামে রযেছে একটি জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। যারা পুরান আমলের শৈল্পিক  ভবন দেখতে পছন্দ করেন তাদের জন্য হতে ছান্দড়া জমিদার বাড়ি উপভোগ্য জায়গা।

ছান্দড়া সরকারি প্রাথমিক স্কুলের পাশেই এটি অবস্থিত। স্থানীয়রা বলছেন এটি এভাবেই দাড়িয়ে আছে শত শত বছর। বাপ দাদার আমল থেকে তারা এভাবেই দেখছেন। তবে এটা আসলে জমিদার বাড়ি কিনা এ সর্ম্পকিত কোন প্রমাণ এখানে পাওয়া যায়নি ।

শত বছর ধরে লোকমুখে এটি জমিদার বাড়ি বলে পরিচিত ।   তবে এ জমিদার বাড়িতে রাতের বেলা ভয়ের মনে হয় স্থানীয়দের নিকট । স্থানীয়রা বলেন,গভীর রাতে মাঝে মধ্যে পায়ের আওয়াজ শুনতে পান পথচারীরা। কেউ বা ঘোড়ার ডাক ও শুনতে পান।

তবে দিনের বেলা এধরনের কোন আলামত কেউ পায়নি। হরর মনে হলেও ঘুরতে কিন্তু খারাপ লাগবে না।

ভাল ছবি তোলার জন্য একটি আদর্শ জায়গা  করা যেতে পারে। যে কোন সময় মাগুরা সদর উপজেলা থেকে যেতে পারেন আড়পাড়া বাজার হয়ে এখানে । দিনের আলো থাকতে ফিরেও আসতে পারবেন জেলা শহরে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − 10 =