Site icon Aparadh Bichitra

ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা আসামজুড়ে

ভারতের আসামে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কমপক্ষে ৪ জায়গায় নাশকতার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসের সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ডিব্রুগড়ে গুরুদ্বারের কাছে জঙ্গিরা প্রথম বিস্ফোরণ ঘটায়। এর কয়েক মিনিটের মধ্যেই আরও বিস্ফোরণ ঘটে চারাইডিও, দুলিয়াজান ও গ্রাহাম বাজারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা আসামজুড়ে। জানা গেছে, জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিশাল পুলিশবাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে। আসামের ডিজিপি জানিয়েছেন, ‘ডিব্রুগড়ে বিস্ফোরণের বিষয়ে খবর পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’ প্রাথমিকভাবে সন্দেহ, বিস্ফোরণের পিছনে উলফার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে এই ঘটনার পরেই গোটা আসামজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রত্যেকটি জায়গায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।