সীমাহীন দুর্নীতির অভিযোগ ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস ও মেম্বার শাহিনের বিরুদ্ধে

0
749

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার শাহীন আহমেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। জানাগেছে, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস ও মেম্বার শাহিনের যোগসাজসে প্রকল্প নং-১৬ অর্থবছর-১৬/১৭ এর অধীনে আহমদপুর গ্রামের বাবু প্রমেশ বিশ্বাসের বাড়ী সম্মুখ হতে জব্বার মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ২৫ জন শ্রমিক দেখিয়ে ২ লাখ টাকা, প্রকল্প নং-১৩ অর্থবছর-১৬/১৭ এর অধীনে খুটাউড়া বাজার হতে কস্তই মিয়ার বাড়ীর পশ্চিম পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ৩০ জন শ্রমিক দেখিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা,

অর্থবছর-১৭/১৮ হাল্লা গ্রামের ছালিক উদ্দিনের বাড়ীর পশ্চিম হতে জাকারিয়া আহমেদের বাড়ীর সম্মুখ পর্যন্ত রাস্তা পূনঃ নির্মানের কাজে ৩৫ জন শ্রমিক দেখিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা শ্রমিক ব্যাংক হতে উত্তোলন করে আত্মসাৎ করে। প্রকল্প ৩টিতে কোন কাজ করা হয়নি। যার যথেষ্ট স্বাক্ষ্যপ্রমান স্থানীয় এলাকাবাসীর কাছে রয়েছে।

এছাড়া ১৮/১৯ অর্থবছরে মনাফ মিয়ার বাড়ী হতে খুটাউড়া পাকা রাস্তা পর্যন্ত ১ লাখ টাকার কাজের মধ্যে মাত্র ৩০ হাজার টাকার কাজ করে এবং ইসলামপুর গ্রামের প্রাইমারি স্কুল হতে শুক্কুর মিয়ার বাড়ী পর্যন্ত ১ লাখ ৫০ হাজার টাকার কাজের মধ্যে মাত্র ৪০ হাজার টাকার কাজ করে অবশিষ্ট টাকা আত্মসাৎ করেছে। অপরদিকে, শাহিন মেম্বার একটি শক্তিশালী সন্ত্রাসী বাহিনী গঠন করে হাকালুকি হাওরের বিভিন্ন ছোট বড় মাছের জলমহাল নামে বেনামে দখলে নিয়েছে। এতে শতশত জেলে পরিবার অনাহারে অর্ধহারে মানবেতর জীবন কাটাচ্ছে। তথ্য প্রমানসহ এই সকল বিষয় উল্লেখ করে এলাকাবাসীর পক্ষে ২০/২৫ জন বাদী হয়ে ২৮জানয়ারী-২০২০ তারিখে দুদকের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দায়ের করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five − four =