ডাকঘরে সাংবাদিকদের উপর হামলা করেছে কর্মচারীরা

0
469

রংপুরের প্রধান ডাকঘরে সাংবাদিকদের উপর হামলা করেছে কর্মচারীরা। এ ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভের পর চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।হামলার শিকার একুশে টিভির স্টাফ রির্পোটার লিয়াকত আলী বাদল জানান, পেশাগত দায়িত্ব পালনে প্রধান ডাকঘরের পোস্ট মাস্টারের কাছে তথ্য নিতে যান তিনি। এসময় কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বাঁধা তাকে দেয়। প্রতিবাদ করায় তারা উত্তেজিত হয়ে বাদলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনা জানাজানি হলে জেলার সাংবাদিকরা পোস্ট মাস্টার আলা মিয়ার কাছে ব্যাখ্যা চান।

এ সময় ডাকঘরের গাড়িচালক ফরহাদ হোসেন, কর্মচারী সাহেব আলী, সহকারী পোস্ট মাস্টার শাহনাজ বেগম, পোস্টাল অপারেটর আফরোজা পলিসহ কয়েকজন সাংবাদিকদের উপর হামলা করে।

এতে বাংলা টিভির প্রতিনিধি বাঁধন, ডেইলি বাংলাদেশের প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী, মাছরাঙ্গা টিভির ক্যামেরাম্যান ফরহাদ হোসেন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সুমন, ক্যামেরাম্যান হিমেল আহত হন। পরে প্রতিবাদ জানিয়ে রংপুরের সব সাংবাদিক নগরীর কাছারী বাজারের সামনে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পোস্ট অফিসের ডিপিএমজি প্রদীপ কুমারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে সহকারী পোস্ট মাস্টার শাহনাজ বেগম, পোস্টাল অপারেটর আফরোজা পলিসহ চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেন। পরে অবরোধ প্রত্যাহার করা হয়।

প্রদীপ কুমার বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =