কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানকে আদালতের শোকজ

0
449

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কেরামতকে শোকজ করেছেন আদালত। একই সাথে আদালত তাকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলেছেন। ২৭জানুয়ারী (সোমবার) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের ১০০ বছর বয়সী বৃদ্ধ সুন্দর আলী জমি জায়গা নিয়ে বিরোধের জেরে সৃষ্ট ফৌজদারী অপরাধের অভিযোগে একই গ্রামের কাঞ্চন সিকদার ও রসুল সিকদার এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৫ জানুয়ারী ২০২০ একটি নালিশী মামলা করেন।

আদালত চাকামইয়া ইউপি চেয়ারম্যানকে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু চাকামইয়া ইউপি চেয়ারম্যান অভিযোগের বিষয়ে প্রতিবেদন না দিয়ে পক্ষ দ্বয়ের মধ্যে বিরোধীয় জমি বন্টন করে দেন। এতে আদালত সংক্ষুব্ধ হয়ে তাকে শোকজ সহ স্ব-শরীরে আদালতে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া ও বাদী পক্ষের নিযুক্তীয় আইনজীবী নাসির উদ্দীন সোহাগ এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × four =