Site icon Aparadh Bichitra

চীনা নাগরিকদের করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকদের মধ্যে ‘করোনা ভাইরাস’ বিষয়ে সচেতনতামূলক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরের দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে বিসিপিসিএল’র হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মো.জাহাঙ্গীর আলম, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ মহিউদ্দিন আল মাসুদ’র সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি টিম সচেতনতামূলক এ বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করেন।

প্রশিক্ষনে নোবেল করোনা ভাইরাস (২০১৯-হঈড়া) এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এ সময় বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চিনা শ্রমিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার বলেন, এখানে কর্মরত যে সকল চায়না শ্রমিক নিজ দেশে অবস্থান করছে তারা যেন এখানে আপতত: ফেরৎ না আসে এবং যারা এখানে অবস্থান করছে তাদেরকে নিজ দেশে যেতে নিষেধ করা হয়েছে।

পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মো.জাহাঙ্গীর আলম জানান, নির্মানাধীন ১৩২০ মেগওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ‘করোনা ভাইরাস’ কোন রোগী পাওয়া যায়নি। তবে তাদেরকে সচেতন করতে কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে।