পিতার পর এবার পুত্র কারাগারে জুড়ীতে ভাইস চেয়ারম্যান পুত্র মোমিন কারাগারে

0
650

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুারোঃ  ৪দলীয় জোট সরকারের আমলের জুড়ী উপজেলার  আলোচিত এক নাম  স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব। স্থানীয় লোকদের কাছে তিনি ইট মুজিব হিসেবে পরিচিত । সেই মুজিব কিছিু দিন আগে একটি চেক ডিজঅনার মামলায় কারাবাসের পর এবা তার পুত্র মুমিন একি ধরণের মামলায় জালিয়াতির অভিযোগে  কারাগারে। এ সময় মুজিবের বাসা থেকে চুরির গাড়ি উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন  হাজী মুজিবুর রহমান মুজিব । তার  বড় ছেলে ওয়াহিদুর রহমান মুমিন এখন এনআই এ্যাক্ট  এর একটি মামলায় জেল হাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন  জুড়ী থানা পুলিশ এর অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরর্দার।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে একদল পুলিশ সিলেটের একটি চেক জালিয়াতির মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ওয়াহিদুর রহমান মুমিনকে বেলাগাওঁ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার তাকে মৌলভীবাজার কোর্টে সপর্দ রণ করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × one =