Site icon Aparadh Bichitra

প্রাণঘাতী ভাইরাসের লক্ষণ থাকায় ছয়জনকে বিমান থেকে নামিয়ে রাখা হয়

করনোভাইরাস ছড়িয়ে পড়ায় চীনে আটকে পড়া ভারতীয়দের বিশেষ বিমানে করে ফিরিয়ে এনেছে দেশটির সরকার। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ৩২৪ ভারতীয় দেশে ফিরলেও প্রাণঘাতী এ ভাইরাসের লক্ষণ থাকায় ছয়জনকে  বিমান থেকে নামিয়ে রাখা হয়। বাকিদের নিয়ে শনিবার সকাল ৭টা ২৬ মিনিটে এটি দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ১৪ দিনের জন্য তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে পাঠানো হয়।

নামিয়ে নেয়া এক যাত্রী জানিয়েছেন, তারা যখন বিমানে উঠতে যাচ্ছিলেন, তখন প্রচণ্ড জ্বরে তাদের গা পু’ড়ে যাচ্ছিল। চেকআপের সময় তা বুঝতে পেরেই বিমানযাত্রী, পাইলট ও বিমানকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশ’ঙ্কায় তাদের ভারতে আসার অনুমতি দেয়নি চীন প্রশাসন।

সব মিলিয়ে রোববার পর্যন্ত করোনাভাইরাসে শুধু চীনেই ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন।