ট্রাফিক আইন কড়াকড়ি ভাবে বাস্তবায়ন করা প্রয়োজন : তথ্যমন্ত্রী

0
499

রাস্তায় যে পরিমাণ গাড়ি সেই অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নেই, দুর্ঘটনার জন্য এটি অন্যতম কারণ বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ট্রমালিংক আয়োজিত সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক সেবা প্রদানধর্মী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পাঁচ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে আন্দোলনকারীদের সাধুবাদ জানান মন্ত্রী। এসময় তিনি আরো বলেন, অনেক সময় হেলপার দিয়ে গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনা ঘটে থাকে।

প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা দেয়া প্রয়োজন। একই সাথে ট্রাফিক আইন কড়াকড়ি ভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

এসময় নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক থাকতে হবে। আইন বাস্তবায়ন না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায়, পৃথিবীর উন্নত দেশগুলোতে সে পরিমাণ মানুষ মারা যায় না। দুর্ঘটনা এড়াতে পথচারী ও চালকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 15 =