পায়রা বিদ্যুৎকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষণে ২০ চীনা নাগরিক

0
564

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০ চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতি সম্প্রতি তারা চীন থেকে বাংলাদেশে ফিরেছেন। বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে তাদের আলাদা স্থানে সঙ্গরোধ করে (কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ আছে কিনা তা নিশ্চিত হতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪ দিন বিশেষ পর্যবেক্ষণে থাকার পর তারা আবার কাজে যোগ দিতে পারবেন। পর্যবেক্ষনে থাকা চীনা নাগরিকরা এখন পর্যন্ত সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।

কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারসহ বিদ্যুৎ কেন্দ্রের বিশেষ মেডিকেল টিম তাদের চেকআপ করছেন। ডা. চিন্ময় হাওলাদার জানান, ২০ চীনা নাগরিকের মধ্যে ১৭ জন ৩০ জানুয়ারি, একজন ২৬ জানুয়ারি এবং দু’জন ২৩ জানুয়ারি বাংলাদেশে এসেছেন।

পর্যবেক্ষণে থাকা এসব চীনা নাগরিকের মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ এখনও দেখা যায়নি। তারা সবাই সুস্থ রয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 + 15 =