Site icon Aparadh Bichitra

চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

চীনের চার সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ক্রেডিট রিপোর্টিং প্রতিষ্ঠান ইকুইফ্যাক্সে হ্যাকিংয়ের ঘটনায় অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র।২০১৭ সালের মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মধ্যে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় তারা।দীর্ঘ তদন্তের পর সোমবার আটলান্টার ফেডারেল আদালতে ওই চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়, ইকুইফ্যাক্স হ্যাকিংয়ের ঘটনায় ১৪ কোটি ৭০ লাখেরও বেশি মার্কিনির নাম ও ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়, যা মোট মার্কিন জনসংখ্যার প্রায় অর্ধেক। হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয় তাদের মূল্যবান তথ্য। সেই সময়ে যুক্তরাজ্য এবং কানাডার কিছু গ্রাহকও হ্যাকিংয়ের শিকার হয়।

যুক্তরাষ্ট্রের আটলান্টার ফেডারেল কোর্টে ওই চারজনের বিরুদ্ধে ৯টি অপরাধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে অভিযুক্তরা কোথায় আছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।